নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে লকডাউন। বন্ধ প্রায় সব খেলা। ফলে সব ক্রীড়া সংস্থাই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও ব্যতিক্রম নয়। প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হয়েছে। আর্থিক সমস্যায় জেরবার হয়ে ৮০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে তারা আর্থিক ধাক্কা সামাল দেওয়ার জন্য ভারতীয় দলের সফরকেই পাখির চোখ করছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশে দাঁড়াচ্ছে সেদেশের সরকার। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার সীমান্ত সিল করার কথা জানানো হয়েছে। তারপরেও ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকতে পারে। তবে এ বছরের ডিসেম্বরে ভারতীয় দলের সফরের অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ‘আগামী গ্রীষ্মে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের অনুমতি দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার। কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের মতে, ভারতীয় দলের সফরের ফলে আর্থিক ক্ষতি এড়ানো যেতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবে সরকার সম্মতি জানাবে বলেই মনে হচ্ছে।’
এ বছর সম্প্রচারের স্বত্ব সহ বিভিন্ন সূত্র থেকে ৫০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় করার আশা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু লকডাউনের জেরে সেই আয় হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় দলের সফরও যদি না হয়, তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্ষতির পরিমাণ বাড়বে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, তিনি ফের খেলা শুরু করার পক্ষে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিপুল আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া, ভারতীয় দলের সফরের ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 01:51 PM (IST)
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, তিনি ফের খেলা শুরু করার পক্ষে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -