নয়াদিল্লি: শুধু ভারতেই নয়, বিরাট কোহলির অনুরাগী রয়েছে ক্রিকেট বিশ্বের সর্বত্রই। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁকে মাঝেমধ্যেই কেউ কেউ ট্রোলও করেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ডেনিস ফ্রিডম্যান ভারতীয় দলের রান মেশিনকে বিদ্রুপ করার চেষ্টা করেন। এই প্রথম নয়, এর আগেও এই অসি সাংবাদিক কোহলিকে ঝাড়ুদার বলে কটাক্ষ করেছিলেন।

ফের কোহলিকে তোপ দাগতে ফ্রিডম্যান হাতিয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়কেই। ট্যুইটারে কোহলির একটি ছবি পোস্ট করে তাঁকে বিদ্রুপ করার চেষ্টা করলেন তিনি। কোহলির বিস্ময়মাখা চাউনির ওই ছবি পোস্ট করে ফ্রিডম্যান লিখেছেন, যখন তুমি ব্যাট করতে গিয়ে দেখো আমিরের হাতে বল।





হতেও পারে যে এটা নিতান্তই কৌতুক। কিন্তু কোহলির অনুরাগীরা এ ধরনের ট্যুইট একেবারেই মেনে নিতে পারেননি। তাঁরা পাল্টা ফ্রিডম্যানকে ট্রোল করেছেন।

একজন লিখেছেন, আরে, এটা তো পাকিস্তানের প্রতিক্রিয়া যখন তারা বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়।

অন্য একজন লিখেছেন, অস্ট্রেলিয়া যখন এই মানুষটিকে ব্যাট করতে আসতে দেখে, তখন তারা ভেবে পায় না কোন ধরনে বোলিং করবে। বেচারা অস্ট্রেলিয়ানরা।

দেখুন কিছু প্রতিক্রিয়া-