মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে নামতে চলেছেন, কিন্তু তাঁর সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টে যিনি হতে পারেন, তাঁরই খেলা নিয়ে সংশয়। ২ জনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতে বসে আছেন। আসন্ন টুর্নামেন্টে রাফা-জোকার লড়াই দেখতে কি পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর তাঁর কাছেও নেই। তবে স্প্যানিশ টেনিস কিংবদন্তী রাফায়েল নাদাল মনে করেন, অস্ট্রেলিয়ান ওপেনের ঐতিহ্য বা উন্মাদনায় কোনো পরিবর্তন আসবে না জকোভিচের থাকা, না থাকায়। এক সাক্ষাৎকারে রাফায়েল নাদাল বলেন, '' আমি বারবার বলছি যে বিশ্বের অন্যতম সেরা টেনিস প্লেয়ার জকোভিচ। টেনিসের ইতিহাসেও অন্যতম সেরা ও, এই নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু একজন প্লেয়ারের থেকে একটা টুর্নামেন্ট সবসময় বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি? প্লেয়ার আসবে, চলেও যাবে। কেউ সারাজীবন টিকে থাকে না, কেউ না। এমনকী রজার, নোভাক, আমি নিজেও যারা কিছুটা ভাল সময় কাটিয়েছি প্রত্যেকেরই শেষ আছে। নতুন প্লেয়ার উঠে আসে। জকোভিচ যদি খেলতে পারে, তাহলে ভীষণ ভাল খবর, কিন্তু যদি একান্তই না পারে, তাহলেও অস্ট্রেলিয়ান ওপেনের জনপ্রিয়তা, ঐতিহ্য কিছুই ক্ষুন্ন হবে না।''


উল্লেখ্য, গতকালই নোভাক জকোভিচের ভিসা ফের বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। সেদেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে এই বিষয় জানিয়েছেন। এই দেশ থেকে নির্বাসনের সম্মুখিন হতে পারেন জোকার। সেক্ষেত্রে আগামী ১২ ঘন্টার মধ্যে আইনি চ্যালেঞ্জে লড়তে হবে জোকারকে। টেনিস তারকার আইনি টিম আশা করছে যে এই সপ্তাহান্তের মধ্যেই যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের তরফে। এমনকী অস্ট্রেলিয়ান ওপেন খেলতেও যাতে কোনও সমস্যা না হয়। 


অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিবৃতিতে জানিয়েছেন, ''আমি আজ আমার সব ক্ষমতা প্রয়োগ করে একটি সিদ্ধান্ত নিতে চলেছি। আমি অস্ট্রেলিয়া সরকারের তরফে নোভাক জকোভিচের ভিসা বাতিল করছি। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল। স্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদেই এই সিদ্ধান্ত নেওয়া হল।''