পানাজি : গোয়ায় (Goa) বিজেপি-কে রুখতে কংগ্রেস-তৃণমূল কি জোট বাঁধছে ? ইতিমধ্যেই এনিয়ে চর্চা শুরু হয়েছে। এদিকে এই আবহে কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ তথা গোয়ায় দলের ইনচার্জ মহুয়া মৈত্র (Mohua Moitra)। গোয়ায় গেরুয়া শিবিরকে ঠেকাতে কংগ্রেসকে আনুষ্ঠানিক ও নির্দিষ্টভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁর দলের তরফে, এমনই মন্তব্য করলেন মহুয়া। খবর এএনআই সূত্রের।
তৃণমূলের বক্তব্যে অস্বচ্ছতা রয়েছে। এই মন্তব্য করেন চিদম্বরম। যার উত্তরে সাংবাদিকদের মহুয়া বলেন, গোয়ায় বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে আনুষ্ঠানিক ও নির্দিষ্টভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। যার জবাব দিতে সময় চেয়েছিল কংগ্রেস। এই ঘটনা প্রায় দুই সপ্তাহ আগের। চিদম্বরম যদি এব্যাপারে কিছু না জেনে থাকেন, তাহলে মন্তব্য করার পরিবর্তে উনি দলের নেতৃত্বের সঙ্গে কথা বলুন।
এর আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা বলেন, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে চায় যে দল, সেই দলেরই সমর্থন গ্রহণ করবে কংগ্রেস।
আরও পড়ুন ; ‘ঈশ্বর গোয়াকে রক্ষা করুন’, তৃণমূলের গৃহলক্ষ্মী প্রকল্পকে তীব্র কটাক্ষ চিদম্বরমের, পাল্টা জবাব মহুয়ার
এর আগেও গোয়া নিয়ে চিদম্বরকে কড়া জবাব দিয়েছিলেন মহুয়া। প্রসঙ্গত, ‘দুয়ারে সরকার’ থেকে শুরু করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, গত বিধানসভা ভোটে এই প্রকল্পগুলিই ডিভিডেন্ট দিয়েছে তৃণমূলকে। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে গোয়াতেও ‘গৃহলক্ষ্মী কার্ড’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি হলে মাসে মেলে ১ হাজার টাকা। কিন্তু গোয়ায় ক্ষমতায় এলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এনিয়ে ট্যুইটে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের।
তিনি লিখেছিলেন, ‘ক্ষমতায় এলে গোয়ায় সাড়ে ৩ লক্ষ গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ২ হাজার ১০০ কোটি টাকা প্রয়োজন। ২০২০-র মার্চ পর্যন্ত গোয়ার ঋণের বোঝা ২৩ হাজার ৪৭৩ কোটি টাকা। এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্য। ঈশ্বর গোয়াকে রক্ষা করুন।’
পাল্টা জবাব দেন মহুয়া মৈত্র। চিদম্বরমকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ ট্যুইটে লেখেন, ‘মাননীয় চিদম্বরম, গোয়ার সাড়ে ৩ লক্ষ পরিবারকে ৫ হাজার টাকা অর্থাৎ যা রাজ্যের মোট বাজেটের ৬-৮ শতাংশ। যা বাস্তবায়িত করা সম্ভব। কোভিড-পরবর্তীকালে মানুষের হাতে নগদ টাকার জোগান সুস্থ অর্থনীতির লক্ষণ।’
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন।