মেলবোর্ন: সদ্যই চোটের কবলে পড়া রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তবে নোভাক জকোভিচও (Novak Djokovic) চোটকে পরাস্ত করে দুরন্ত জয়ে পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে। প্রায় ছয় ঘণ্টারও এক ম্যারাথন ম্যাচে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় রাউন্ডে নিজের জায়গা পাকা করলেন আরেক প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে (Andy Murray)।


শীর্ষে পৌঁছনোর হাতছানি


নয় বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জকোভিচ চার সেটের ম্যাচে এনজো খোয়েকুকে পরাজিত করেন। দাপটে পারফরম্যান্সে ৬-১ স্কোরলাইনে খোয়েকুকে প্রথম সেটে হারান জকোভিচ। তবে টাই ব্রেকারে দ্বিতীয় সেটে ৬-৭ (৫) পরাজিত হন জকোভিচ। দ্বিতীয় সেটে হারের পরেই জকোভিচ চোটের জেরে বেশ সমস্যাতেই পড়েছিলেন। তবে তিনি হাল ছাড়েননি। ৬-২ স্কোরে তৃতীয় সেটও জিতে নেন জকোভিচ। ম্যাচ গড়ালে জকোভিচও চোট সমস্যা কাটিয়ে উঠেন। চতুর্থ সেটে তো তিনি তাঁর ফরাসি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ৬-০ চতুর্থ সেট ও ম্যাচ জিতে নেন সার্বিয়ান তারকা। 


কেরিয়ারের দীর্ঘতম ম্যাচ


অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই জকোভিচ আবারও এটিপি ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে যাবেন। তবে তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবেন জকোভিচ। অপরদিকে, নিজের কেরিয়ারের দীর্ঘতম ম্যাচে অজি তারকা থানাসি কোক্কিনাকিস হারান মারে। ঘরের কোর্টে দর্শকদের সমর্থনে ভর করে ৬-৪, ৭-৬ (৪) স্কোরলাইনে প্রথম দুই সেট জিতে নেন থানাসি। তবে গত রাউন্ডেই মাতেও বেরেত্তিনিকে পাঁচ সেটের লড়াইয়ে হারানোর পর এই ম্যাচেও দুরন্ত লড়াই করেন মারে। পরের তিন সেট ৭-৬ (৫), ৬-৩, ৭-৫ স্কোরলাইনে জিতে নেন মারে। বিগত পাঁচ বছরে কোনও গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় সেটের বেশি এগোতে পারেননি মারে। এই অস্ট্রেলিয়ান ওপেনে তিনি সেটা পারেন কি না, সেটাই দেখার।


নাদালের বিদায়


অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটন। টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। বাঁ উরুর চোট নিয়েও ম্যাচে কিছুটা লড়াই চালিয়েছেন নাদাল। তবে লাভের লাভ কিছুই হল না। ৬-৪, ৬-৪, ৭-৫ টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাদালকে স্ট্রেট সেটে হারালেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।


বুধবার রড লেভার এরিনায় চোট নিয়েও কিন্তু নাদাল লড়াই চালিয়ে যান। কিন্তু ম্যাচ যতই গড়ায় নাদালের খেলায় ততই চোটের প্রভাব পড়ে। শেষমেশ নতুন বছরের এখনএ অবধি সবথেকে বড় অঘটন ঘটিয়ে ফেলেন আমেরিকান ম্যাকডোনাল্ড। তবে নাদাল পরাজিত হলেও সর্বাধিক ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তিকে রড লেভার এরিনায় উপস্থিত সমস্ত সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান।


আরও পড়ুন: ৯ গোলের রোমহর্ষক ম্যাচে জয় পেল মেসির পিএসজি, ম্যাচ সেরা রোনাল্ডো