মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২ নতুন মুখ। সেই হিসেবে রড লেভার এরিনা এবার পেতে চলেছে নতুন এক চ্যাম্পিয়নকে। বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসের একটি সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে খেতাব জেতেন এলিনা রিবাকিনা। অন্যদিকে পোল্যান্ডের মাদগা লিনেটকে হারিয়ে ফাইনালে পৌঁছন আরিয়ানা সাবালেঙ্কা।


এদিন প্রথম সেমিফাইনালে বেলারুশের আজারেঙ্কাকে ১ ঘণ্টা ৪০ মিনটের লড়াই শেষে হারিয়ে দেন রিবাকিনা। কাজাখাস্তানের টেনিস সুন্দরী ৭-৬ (৭/৪), ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। উল্লেখ্য, গত বছর উইম্বলডন জিতেছিলেন রিবাকিনা। এর আগে তিনি চলতি টুর্নামেন্টে মহিলাদের ১ নম্বর টেনিস তারকা ইগা সোয়েতককে হারিয়ে দিয়েছিলেন। 



এদিনের আরেকটি সেমিফাইনালে আরিয়ানা সাবালেঙ্কা জয় ছিনিয়ে নেন ৭-৬ (৭-১), ৬-২। বেলারুশের এই টেনিস তারকা এর আগেও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেছিলেন তিনবার। কিন্তু প্রতিবারই হেরে যান। এবার তাঁর কাছে সুবর্ণ সুযোগ প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের। 


আত্মবিশ্বাসী অধিনায়ক


ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) নাস্তনাবুদ করে জেতার পর শুক্রবার থেকে টি-টোয়েন্টিতে কিউয়িদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। যে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। সিরিজ শুরুর আগে যাঁর গলায় আত্মবিশ্বাস।


সম্প্রতি নতুন বলে বোলিং করতে দেখা যাচ্ছে হার্দিককে। তিনি নিজে বলছেন, 'নতুন বলে বোলিং আমি সব সময় পছন্দ করি। নেটে আমি যখনই বল করি, নতুন বলেই করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরনো বলে বোলিং রপ্ত করেছি। তাই পুরনো বলের চেয়ে নতুন বলে প্র্যাক্টিসে বেশি জোর দিই। আমি দলের প্রয়োজনে বোলিং করতে চাই।'









দ্বিতীয় দিন খেলা যখন শেষ হয়েছিল, বাংলার স্কোর ছিল ৩৯/২। ওড়িশার ২৬৫ রান তাড়া করতে নেমে কিছুটা চাপে ছিল বাংলা (Bengal vs Odisha)।  কিন্তু কেউ ভাবতেও পারেননি যে, ইডেনে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচের এরকম নাটকীয় পট পরিবর্তন হয়ে যাবে। এবং পরের ৬১ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসবে বাংলা। অল আউট হয়ে যাবে মাত্র ১০০ রানে।             


ঘরের মাঠে বাংলাকে আরও লজ্জা উপহার দিল ওড়িশা। কারণ, ১৬৫ রানের লিড নিয়ে মনোজ তিওয়ারিদের ফলো অন করায় ওড়িশা। এবং দ্বিতীয় ইনিংসেও শুরুতেই কর্ণ লালকে হারিয়ে প্রবল চাপে পড়ে যায় বাংলা। তবু কিছুটা মুখরক্ষা হয়েছে অভিমন্যু ঈশ্বরণ ও মনোজ তিওয়ারির ব্যাটে। দ্বিতীয় ইনিংসে বাংলাকে টানছেন দুজনে। ৯৪ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু। মনোজ ৫০ রান করে ক্রিজে। ৫০ রান করে আউট হয়েছেন সুদীপ ঘরামি। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ২২০/৩। ওড়িশার চেয়ে ৫৫ রানে এগিয়ে বাংলা। কাল, শুক্রবার ম্যাচের শেষ দিন নাটকীয় সমাপ্তি কি অপেক্ষা করে রয়েছে?