মেলবোর্ন: অবসরের কথা ঘোষণা করে দিলও এখনও যে টেনিস ব্যাটের ধার কমেনি তা বোঝাচ্ছেন সানিয়া মির্জা। মিক্সড ডাবলসে রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় টেনিস সুন্দরী। মহিলাদের ডাবলসে প্রথম ম্যাচেই হেরে অবসরের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু মিক্সড ডাবলসে আমেরিকার রাজীব রামের সঙ্গে জুটিতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সানিয়া। রবিবার রড লেভার এরিনায় প্রায় ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াই শেষে এলিনা পেরেজ ও মেটিউ মিডলকুপ জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন সানিয়ারা। ইন্দো-আমেরিকান জুটির পক্ষে খেলার ফল ৭-৬ (৮/৬), ৬-৪।
এর আগে মিক্সড ডাবলসে প্রথম রাউন্ডে সার্বিয়ান জুটি নিকোলা কাকিচ ও অ্যালেকজান্ডার ক্রুনিকের বিরুদ্ধে জয় হাসিল করে নিয়েছিলেন সানিয়ারা। সানিয়া-রাজীব জুটির পক্ষে খেলার ফল ছিল ৬-৩,৭-৬ (৩)।
উল্লেখ্য, এ বছরই অবসর নিচ্ছেন ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের টেনিস আইকন।
সানিয়া বলেছেন, ‘এই মরসুমই আমার কেরিয়ারের শেষ বছর। এরপর আমি অবসর নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিষয়টি এত সহজ নয় যে আমি আর খেলব না। আমার চোট সারাতে অনেক বেশি সময় লাগছে। আমার তিন বছরের ছেলেকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়িয়ে ওকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার শরীর আর আগের মতো চলছে না। আজ আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি না সেই কারণেই আমরা হেরে গিয়েছি, তবে আমার বয়স বাড়ছে। ফলে চোট সারাতে সময় লাগছে। তাছাড়া আর সেভাবে মোটিভেশন পাচ্ছি না। আগের মতো প্রাণশক্তিও আর নেই। আমি বরাবরই বলে এসেছি, যতদিন খেলা উপভোগ করব, ততদিনই খেলে যাব। এখন মনে হচ্ছে আর সেভাবে খেলা উপভোগ করতে পারছি না।’