করাচি: বিরাট কোহলির (virat kohli) টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘটনা শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেও আলোড়ন ফেলে দিয়েছে। অনেক প্রাক্তন ক্রিকেটারই তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছে। অনেকেই মনে করছেন যে বিরাট রাজনীতির শিকার হয়েছেন। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারও (Shoaib Akhtar)। তিনি মনে করেন যে বিরাটের বিরুদ্ধে লবি কাজ করেছে। 


এক সাক্ষাৎকারে বিরাটের পাশে দাঁড়িয়ে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ''আমার মনে হয় এটা অনেক দিন আগে থেকই শুরু হয়েছিল। হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি বিরাট জিততে না পারত, তবে হয়ত ওঁকে সরিয়েই দেওয়া হত। ওঁর বিরুদ্ধে অনেকে রয়েছে। অনেকগুলো লবি কাজ করছে। তাই বাধ্য হয়ে, বলতে গেলে জোর করেই ওঁকে নেতৃত্ব ছাড়তে হল চাপের মুখে।'' আখতার আরো বলেন, ''যাঁরাই তারকা, তাঁদেরই সমস্যার মুখে পড়তে হয়। আমার মনে হয় এগুলো ভুলে এগিয়ে যেতে হবে বিরাটকে। ওঁকে গোটা দেশ ভালবাসে। তাই এই পরিস্থিতিতে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওঁকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। মাঠে নেমে আগের মতো পারফর্ম করতে হবে।''


বিরাট এখন আগের তুলনায় অনেক খোলা মনে খেলতে পারবে বলেই মনে করেন আখতার। তিনি বলেন, ''ওঁকে এখন শুধু নিজের ব্যাটিং নিয়ে খেটে যেতে হবে। অধিনায়কত্ব কখনোই সোজা কাজ নয়। আর সেই কাজটাই ওঁ দারুণভাবে করে এসেছে এতদিন। এখন আর সেই চাপ নেই। এবার ওঁর নিজের পারফরম্যান্সে মন দেওয়ার সময়। ক্রিকেটটা উপভোগ করার সময় এখন বিরাটের।''


উল্লেখ্য, দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সেই ফর্ম্য়াটে জাতীয় দল থেকে নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে আসার আগে বিসিসিআইয়ের তরফে ওয়ান ডে ফর্ম্যাটেও বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়। প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে হারের পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকেও নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।


আরো পড়ুন: শেষ ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলে এই ২ টো পরিবর্তন দেখতে চাইছেন আজহার