কেপটাউন: বল-বিকৃতির জেরে কালিমালিপ্ত কেপটাউন টেস্টে ৩২২ রানে হেরে গেল অস্ট্রেলিয়া। ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন মাত্র ১০৭ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। মাত্র তিনজন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করেন। সর্বোচ্চ ৩২ রান করেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বল-বিকৃতির দায়ে সাজাপ্রাপ্ত ক্যামেরন ব্যানক্রফট করেন ২৯ রান। মিচেল মার্শ ১৬ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মর্কেল ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন।


এদিকে, বল-বিকৃতির ঘটনার জেরে স্মিথ ও ওয়ার্নারকে আজীবন নির্বাসিত করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট সূত্রে খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার সততা বিভাগের প্রধান ইয়াইন রয় ও টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড এই ঘটনার তদন্ত করার জন্য কেপটাউনে যাচ্ছেন। স্মিথ ও ওয়ার্নারকে সরিয়ে দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর চাপ তৈরি করছে অস্ট্রেলিয়ার স্পোর্টস কমিশন। ক্রিকেট অস্ট্রেলিয়াও এক্ষেত্রে কড়া মনোভাব দেখাচ্ছে। সেই কারণেই প্রতারণার দায়ে স্মিথ ও ওয়ার্নারকে আজীবন নির্বাসিত করা হতে পারে।