লন্ডন: বিশ্বকাপের আগে জয়ী দলের অনুভূতি ফিরে এসেছে অস্ট্রেলিয়া শিবিরে। গত কয়েকমাসের দুর্দান্ত ফর্ম ফ্লুক নয়। এমনই দাবি করলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খোয়াজা। তিনি বলেছেন, ‘সবার চোখের আড়ালে আমরা কঠোর পরিশ্রম করেছি। এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেটা দরকার। দলের সবাই ভাল পারফরম্যান্সের জন্য চেষ্টা করেছে। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ হারার পরেই আমাদের খেলা বদলে যায়। ভারতীয় দল অন্যতম সেরা। ওদের বিরুদ্ধে আমরা দারুণ লড়াই করি। এরপর ভারত সফরে গিয়ে প্রথম দু’টি ম্যাচ হেরে গেলেও, শেষপর্যন্ত সিরিজ জিতি। আমাদের সেই আত্মবিশ্বাস ছিল।’
গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৮৯ রান করেন খোয়াজা। এই ম্যাচে পাঁচ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপেও দলের সাফল্যের বিষয়ে আশাবাদী খোয়াজা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘জেতা একটা অভ্যাস। আমাদের দলের অনেকেই প্রায়ই এই কথা বলে। আমরা আগে হয়তো অনেক ম্যাচ হেরেছি, তবে বিশ্বকাপের আগে জেতার অভ্যাস ফিরে পেয়েছি।’
ফ্লুকে সাফল্য পাচ্ছে না অস্ট্রেলিয়া, দাবি খোয়াজার
Web Desk, ABP Ananda
Updated at:
28 May 2019 01:49 PM (IST)
গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৮৯ রান করেন খোয়াজা। এই ম্যাচে পাঁচ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -