করাচি: ক্রিকেট অস্ট্রেলিয়া বেঁকে বসায় একদিনের সিরিজের পাঁচটি ম্যাচই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে বাধ্য হচ্ছে পিসিবি। দু’টি ম্যাচ ঘরের মাঠে আয়োজন করতে চেয়েছিল পিসিবি। কিন্তু অস্ট্রেলিয়া সরকার পাকিস্তান সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। এর ফলে পাকিস্তান সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া দল।

১৯৯৮ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ার সিনিয়র দল। এরপর থেকে গত দু’দশকে আর পাকিস্তানে যায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। এবার একদিনের সিরিজ শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। প্রথম দু’টি ম্যাচ হবে শারজায়। তৃতীয় ম্যাচটি হবে আবু ধাবিতে এবং শেষ দু’টি ম্যাচ হবে দুবাইয়ে।

এ বিষয়ে পিসিবি ডিরেক্টর জাকির খান বলেছেন, ‘বড়মাপের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ সফলভাবে আয়োজন করার পর পিসিবি আশা করেছিল, অস্ট্রেলিয়াকে কয়েকটি ম্যাচের জন্য দল পাঠানোর বিষয়ে রাজি করানো যাবে। কিন্তু আমরা পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের জন্য হতাশ। আমাদের দেশে অস্ট্রেলিয়াকে খেলতে দেখার জন্য তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

২০০৯ সালে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার টিমবাসে সন্ত্রাসবাদী হামলার পর থেকে দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। তবে ফের পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে। পরপর দু’বার পাকিস্তান সুপার লিগের ফাইনাল হয়েছে ঘরের মাঠে। এছাড়া বিশ্ব একাদশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলও সম্প্রতি করাচিতে তিনটি টি-২০ ম্যাচ খেলেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনই পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়।