ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দু’টি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও, জুন-জুলাই পর্যন্ত পিছিয়ে গেল এই সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার যৌথ সম্মতিতে সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে এই দু’টি টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আক্রম খান জানিয়েছেন, ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ফেব্রুয়ারিতে আমাদের দেশে দু’টি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এই টেস্ট সিরিজ হবে ২০২০ সালের জুন-জুলাইয়ে।’

আক্রম আরও জানিয়েছেন, ‘এ বছরের অক্টোবরে আমাদের দেশের মাটিতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতে টি-২০ বিশ্বকাপের আগে আমাদের সঙ্গে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। সেই সিরিজের দিন অবশ্য এখনও ঠিক হয়নি।’