রাঁচি: ফের গোরক্ষকদের তাণ্ডব ঝাড়খণ্ডে। গো হত্যার অভিযোগে গণপ্রহারে মৃত্যু হল বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির। গুরুতর জখম আরও দুই। ঘটনাটি ঝাড়খণ্ডের খুন্তি জেলার।
পুলিশ সূত্রে খবর, রবিবার কালান্তাস বার্লা, ফাগু কচ্ছপ ও ফিলিপ হোরো নামের তিন ব্যক্তিকে জলটাঙ্গা গ্রামে একটি নদীর তিরে একটি গরুর মৃতদেহ সমেত দেখেন স্থানীয়রা। শুরু হয় গণপ্রহার।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বার্লার। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি কচ্ছপ ও হোরো। স্থানীয় এক চিকিৎসক জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম বার্লার মস্তিষ্ক, মুখমণ্ডল ও বুকে গুরুতর চোট ছিল। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে বিক্ষোভের আশঙ্কায় আটকদের অন্য থানায় স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তের সময় কোনও পশুর মৃতদেহ পাওয়া যায়নি। তবে গণপ্রহারের প্রমাণ রয়েছে। এ নিয়ে গত কয়েকমাসে ঝাড়খণ্ডে একাধিক গণপ্রহারের ঘটনার কথা সামনে এল।
ঝাড়খণ্ডে গো-হত্যার অভিযোগে গণপ্রহার, মৃত ১, জখম ২, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2019 12:08 AM (IST)
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তের সময় কোনও পশুর মৃতদেহ পাওয়া যায়নি। তবে গণপ্রহারের প্রমাণ রয়েছে। এ নিয়ে গত কয়েকমাসে ঝাড়খণ্ডে একাধিক গণপ্রহারের ঘটনার কথা সামনে এল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -