মিলান: পাঁচবার ব্যালন ডি’ওর, ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল সহ অজস্র পুরস্কার পেলেও, এতদিন ফিফা ‘ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস’ অধরাই ছিল আর্জেন্তিনা ও বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসির। এবার সেই পুরস্কার পেলেন তিনি। ২০১৬ সালে এই পুরস্কার চালু হওয়ার পর প্রথম দু’বছর সেটি নিজের দখলে রাখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছর পুরস্কারটি পান ক্রোয়েশিয়ার তারকা লুকা মদরিচ। এবার ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মেসি।


‘ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস’ পাওয়ার লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন রোনাল্ডো ও লিভারপুলের ভার্জিল ভ্যান জিক। তাঁদের টেক্কা দিলেন মেসি। ২ ডিসেম্বর প্যারিসে ব্যালন ডি’ওর জয়ীদের পুরস্কৃত করা হবে। সেই লড়াইয়েও প্রবলভাবে থাকছেন মেসি।