দুবাই: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। তবে তার মধ্যেই বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার। তাঁর পরিবর্তে সুযোগ পেলেন গুজরাতের অলরাউন্ডার।
ডান হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোটের জন্যই এবার এশিয়া কাপ (Asia Cup) থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে জাতীয় সিনিয়র দলের নির্বাচকেরা বেছে নিলেন অক্ষর পটেলকে।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, ডান হাঁটুর চোটের জন্য চলতি এশিয়া কাপে আর খেলতে পারবেন না সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তিনি আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন। তাঁর পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে অক্ষর পটেলকে (Akshar Patel)। অক্ষরকে দলের স্ট্যান্ড বাই হিসাবে রাখাই হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দুবাইয়ে শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন অক্ষর।
টানা ২ ম্যাচ জিতে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। দ্বিতীয় ম্য়াচে হংকংয়ের বিরুদ্ধেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এবার সুপার ফোরের ম্যাচে আগামী রবিবার ফের ২২ গজে খেলতে নামবেন সূর্যকুমাররা (Suryakumar Yadav)। কিন্তু তার আগে চাপ কমাতে একটু অন্যরকমভাব দুবাইয়ে দিন কাটাল টিম ইন্ডিয়া। ব্যাট, বল নয়, বিচ ভলি থেকে রোয়িংয়ে মেতে উঠলেন সবাই।
আরও পড়ুন: বাইচুংকে ৩৩-১ ভোটে হারিয়ে ভারতীয় ফুটবল সংস্থার নতুন প্রেসিডেন্ট হলেন কল্য়াণ চৌবে