ত্রিনিদাদ: শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করছেন। ভারতীয় দলের জার্সিতে এমনটা বারবার দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে। কিন্তু এবার অক্ষর পটেলের ব্যাটে সেই স্মৃতি ফিরল। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন বাঁহাতি এই তরুণ অলরাউন্ডার। টেল এন্ডারদের নিয়ে একাই ব্যাট হাতে ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেললেন অক্ষর (Axar Patel)। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
২ উইকেটে জয় ভারতের
৩১২ রানের লক্ষ্যমাত্রা। প্রথম ম্যাচে শিখর ধবন ও শুভমন গিলের ব্যাটে সেঞ্চুরি পার্টনারশিপ এসেছিল। এদিন মাত্র ১৩ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। গিলের ব্যাট থেকে আসে ৪৩ রান। তিন নম্বর নামা শ্রেয়স আইয়ার ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তবে এঁরা ফিরে যাওয়ার পর মাঝে একটু চাপ বেড়েছিল ভারতের। কিন্তু লোয়ার অর্ডারে নেমে ঝোড়ো অর্ধশতরানে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেন অক্ষর পটেল। প্রথমে দীপক হুডা (৩৩) ও পরে শার্দুল ঠাকুর, আবেশ খানকে সঙ্গে নিয়ে ভারতের জয় এনে দেন অক্ষর। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন।
গতকাল ১০ম ব্যাটার হিসাবে ১০০তম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হোপ। তার চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ ৩০০-র গণ্ডি পার করল। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর ৩১১/৬। শেষমেশ ১১৫ রানে আউট হন হোপ। টিম ইন্ডিয়ার হয়ে এই দিন সফলতম বোলার হলেন শার্দুল ঠাকুর। ৫৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন তিনি। অভিষেকে আবেশ খান চূড়ান্ত ব্যর্থ। ছয় ওভারেই ৫৪ রান খরচ করেন তিনি। এই ম্যাচ জিতলেই বিশ্বের প্রথম দল হিসেবে কোনও প্রতিপক্ষকে ১২টি টানা ওয়ান ডে সিরিজে হারানোর বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল।
আরও পড়ুন: ম্যাথিউজের শততম টেস্টের প্রথম দিনে চন্দিমলের দাপট