গল: প্রথম টেস্ট ম্যাচে আব্দুলা শফিকের পরাক্রমে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। তাই দ্বিতীয় ম্যাচ জিতে (SL vs PAK 2nd Test) সিরিজে সমাতে ফেরাতে মরিয়া শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে রবিবার (২৪ জুলাই) প্রথম দিনের লড়াইয়ে কিন্তু দুই দলের পক্ষেই ৫০-৫০। তর্কের খাতিরে বলা যেতে পারে খানিকটা হলেও এগিয়ে শ্রীলঙ্কা। সৌজন্যে ফের দীনেশ চন্দিমল (Dinesh Chandimal)।


চতুর্থ অর্ধশতরান চন্দিমলের


এই নিয়ে টানা নিজের চতুর্থ টেস্ট ইনিংসে ৫০ রানের গণ্ডি পার করলেন চন্দিমল। তবে আগের টেস্ট ম্যাচের দুই ইনিংসের মতো এই ইনিংসেও তার শতরান অধরা রয়ে গেল। ৮০ রানেই আউট হয়ে সাজঘরে ফিরতে হল তাকে। চন্দিমলের সঙ্গে ৭৫ রানের পার্টনারশিপ গড়লেও, অর্ধশতরান হল না নিজের শততম টেস্ট খেলা আরেক অভিজ্ঞ শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউজের (Angelo Mathews)। ৩৬ রানের মাথায় বাবর আজম তার সহজ ক্যাচ ফেললেও, ৪২ রানেই সাজঘরে ফিরলেন তিনি।


 






এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ওশাদা ফার্নান্ডো ওপেনিংয়ে ৯২ রান যোগ করেন। তবে লাঞ্চের আগেই ফার্নান্ডো ৫০ রান করে ফেরেন। রান আউট হন কুশল মেন্ডিসও। লাঞ্চের পরপরই করুণারত্নেও ৪০ রানে সাজঘরে ফেরেন। তারপরেই চতুর্থ উইকেটে ম্যাথিউজ এবং চন্দিমল জুটি বেঁধে লঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ম্যাথিউজ আউট হওয়ার ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে ৬৩ রান যোগ করেন চন্দিমল। ডি সিলভা ৩৩ রান করেন।


আগ্রাসী ডিকওয়েলা


দিনের শেষে দিকে নিরোশন ডিকওয়েলা আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ৪৩ বলে ৪২ রানে অপরাজিত রয়েছেন। তাকে সঙ্গ দিচ্ছেন নিজের অভিষেক ম্যাচ খেলা, তরুণ লঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগে। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩১৫ রান। শাহিন আফ্রিদিহীন পাকিস্তান বোলিং লাইন আপের হয়ে এদিন সর্বাধিক দুই উইকেট নেন মহম্মদ নওয়াজ। 


আরও পড়ুন: বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ