করাচি: পাকিস্তানের একদিনের দলের অধিনায়কের পদ থেকে আজহার আলিকে সরিয়ে দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়া সফরে দলের হতাশাজনক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে এমনই ভাবছে পিসিবি। অস্ট্রেলিয়া থেকে দল দেশে ফেরার পরেই আজহারের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান। তাঁর বক্তব্য, ‘সিরিজের মাঝে আজহারের অধিনায়কত্বের বিষয়ে আলোচনা করতে চাই না। দল দেশে ফেরার জন্য অপেক্ষা করাই ভাল।’
এবারের অস্ট্রেলিয়া সফরে টেস্টের পর একদিনের সিরিজেও হেরে গিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ৩-১ এগিয়ে অস্ট্রেলিয়া। আগামীকাল পঞ্চম তথা শেষ ম্যাচ। তার আগেই অধিনায়কত্ব নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন আজহার। পাকিস্তানের বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটারই আজহারের অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নন। শাহরিয়র বুঝিয়ে দিয়েছেন, পিসিবি-ও আজহারের অধিনায়কত্বে অখুশি। তিনি বলেছেন, ‘টেস্ট সিরিজে হারের পর আমরা আশা করেছিলাম, দল একদিনের সিরিজে ঘুরে দাঁড়াবে। কিন্তু ক্রিকেটাররা হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। ফিল্ডিং প্রত্যাশিত মানের হয়নি। চতুর্থ একদিনের ম্যাচে আমরা একাধিক ক্যাচ ফেলেছি। এরকম খেললে দল কীভাবে জিতবে?’
পাকিস্তানের একদিনের দলের পাশাপাশি টেস্ট দলেরও অধিনায়কত্ব বদলের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘গত ৬ বছর ধরে সফলভাবে টেস্ট দলের অধিনায়কত্ব করা মিসবা উল হককে উপযুক্ত বিদায়ী সংবর্ধনা দেব আমরা। তবে অবসরের বিষয়টা আমরা ওর উপরেই ছেড়ে দিয়েছি। এখনই আমরা ওর বিদায়ী ম্যাচের কথা ভাবছি না। তবে ভবিষ্যতে অবশ্যই জাঁকজমকের সঙ্গে বিদায় জানাব।’
অস্ট্রেলিয়া সফরের পর আজহার আলির অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা, জানালেন পিসিবি চেয়ারম্যান
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2017 04:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -