মেলবোর্ন: মিক্সড ডাবলসে দুই ভারতীয়র লড়াইয়ের সাক্ষী থাকল বুধবারের অস্ট্রেলিয়ান ওপেন। রিও অলিম্পিকের পার্টনার রোহন বোপান্নাকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা। শেষচারের লড়াইয়ে লিয়েন্ডার পেজ-মার্টিনা হিঙ্গিস জুটির মুখোমুখি হতে পারেন সানিয়া ও তাঁর ক্রোয়েশিয়ান পার্টনার ইভান ডডিজ।
দ্বিতীয় বাছাই সানিয়া-ডডিজকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছিলেন অবাছাই রোহন ও তাঁর কানাডার পার্টনার গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি। তাঁরা চারটি ম্যাচ পয়েন্টের সুযোগ হারান। এক ঘণ্টা সাত মিনিটের লড়াইয়ে শেষপর্যন্ত সানিয়াদের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ১২-১০।
বোপান্নাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে সানিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2017 02:27 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -