ইপো (মালয়েশিয়া) : আজলান শাহ কাপ হকি টুর্নামেন্টে দুরন্ত ভারত৷ লিগ ম্যাচে চিরশত্রু পাকিস্তানকে চূর্ণ করল ৫-১ গোলে৷ জোড়া গোল এসভি সুনীলের৷ ম্যাচের চার মিনিটের মাথায় টিম ইন্ডিয়াকে এগিয়ে দেন মনপ্রীত সিংহ৷ তারপরই মহম্মদ ইরফানের গোলে সমতা ফেরায় পাকিস্তান৷ এরপর আর রোখা যায়নি সর্দার সিংহ অ্যান্ড কোম্পানিকে৷ পরপর দু’টি গোল সুনীলের৷ আর, পেনাল্টি কর্নার থেকে দেশের হয়ে পঞ্চম গোল করেন রুপিন্দর পাল সিংহ৷ ৫-১-এ জয় ভারতের৷
হকিতে পাকিস্তানকে ৫-১ গোলে চূর্ণ করল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2016 02:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -