ইসলামাবাদ: তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে তুলনা হচ্ছে বিরাট কোহলির। টম মুডির মতো প্রাক্তন ক্রিকেটারেরা তাঁকে কোহলির সমকক্ষ হিসাবে তুলে ধরেছেন। সেই বাবর আজম এবার পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়ক হলেন।


২০১৭ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সরফরাজ আহমেদের নেতৃত্বে। তবে ২০১৯ বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে ব্যর্থ হন তিনি। বিশ্বকাপের পর কোচ থেকে শুরু করে নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টের অনেককে ছাঁটাই করে পাক বোর্ড। তবে বিশ্বকাপের পর ওয়ান ডে ম্যাচ না থাকায় সরফরাজকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

বাবর আজমকে আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল। টেস্টের নেতৃত্ব থেকে সরফরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আজহার আলিকে।

বাবরকে ওয়ান ডে অধিনায়ক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোচ মিসবা উল হক। বলেছেন, ‘জাতীয় দলের দুই অধিনায়ক আজহার ও বাবরকে অভিনন্দন জানাই। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’