নয়াদিল্লি: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ (ICC World Cup 2023)। শেষবার উপমহাদেশের মাটিতে ২০১১ সালে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। সেবার ভারত জিতেছিল বিশ্বকাপে। এবারও ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্য়তম নায়ক গৌতম গম্ভীর (Goutam Gambhir ) মনে করেন যে পাকিস্তানের বাবর আজমের ব্যাট জ্বলে উঠতে পারে আসন্ন বিশ্বকাপে। 


এই মুহূর্তে ওয়ান ডে ক্রমতালিকায় পাকিস্তান ২ নম্বরে রয়েছে। অধিনায়ক হিসেবে দলের সাফল্যের অন্য়তম কারিগর বাবর। নিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। বিশ্বের প্রথমসারির ব্যাটারদের মধ্যে বাবরের নাম উল্লেখ করতেই হয়। তিন ফর্ম্যাটেই নিজের জাত চিনিয়েছেন তিনি। এশিয়া কাপে অবশ্য আহামরি পারফরম্যান্স করতে পারেননি পাক অধিনায়ক। গম্ভীর বলছেন, ''এবারে বিশ্বকাপে জ্বলে উঠতে পারে বাবর আজম। কিছু প্লেয়ারকে এই বিশ্বকাপে আমি নজরে রাখব। রোহিত শর্মা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্না রয়েছেন এই তালিকায়। জো রুট, কেন উইলিয়ামসনও রয়েছেন। তবে বাবরকে আমার সবার থেকে একটু আলাদাই লাগছে।''


ভারতকে বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে বলে মনে করেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার বলছেন, ''আমি বারবার বলব যে যদি ভারতকে বিশ্বকাপ জিততে হয়, তবে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছিলাম যখন তখন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারাতে হয়েছিল। ২০১১ সালেও অস্ট্রেলিয়াকে হারাতে হয়েছিল নক আউটে। এবারও অজিদের হারাতে হবে।''


২৯ সেপ্টেম্বর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা পাকিস্তানের। তার আগেই দুবাইয়ে দিন দু'য়েকের অনুশীলন শিবির করার কথা ছিল পাকিস্তানের। তবে তেমনটা হয়নি। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান দল গত সপ্তাহে ভিসার জন্য আবেদন করেছিল। কিন্তু এখনও তারা ভিসা পায়নি। তারাই একমাত্র দল যারা এখনও বিশ্বকাপের জন্য নিজেদের ভিসা পাননি। তবে এই নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। পাকিস্তান দল শীঘ্রই নিজেদের ভিসা পেয়ে যাবেন বলেই জানানো হচ্ছে। 


বর্তমান পরিস্থিতিতে বাবর আজমের নেতৃত্বাধীন দল বুধবার, ২৭ সেপ্টেম্বর লাহোর থেকে দুবাইয়ে যাওয়ার কথা ভাবছে বলে শোনা যাচ্ছে। সেখান থেকেই তাঁরা হায়দরাবাদে পৌঁছবেন। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের পর তাদের পড়শি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৩ অক্টোবর হায়দরাবাদেই সেই ম্যাচটিও আয়োজিত হবে। এই শহরেই বাবররা বিশ্বকাপের নিজেদের প্রথম দুই ম্যাচও খেলবেন।