করাচিঃ ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হতে হয়েছে পাকিস্তানকে। ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হারতে হয়েছে তাদের। এরপরই প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার রীতিমতো তুলোধনা করেছিলেন পাক দলকে। পাকিস্তানের জাতীয় দলে কোনও তারকা ক্রিকেটার নেই বলেও জানিয়েছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। এবার শোয়েবের বক্তব্যের জবাব দিলেন বাবর আজম।


নিজের ইউটিউব চ্যানেলে পাক দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের কাঠগড়ায় তুলে শোয়েব বলেছিলেন যে হতাশাজনক পারফরম্যান্স। একেবারে দ্বিতীয় সারির ইংল্যান্ড দলের বিরুদ্ধে এভাবে ৩-০ ব্যবধানে হারের পর মিসবা উল হককে সরানোর দাবিও তুলেছেন পাক সমর্থকরা। শোয়েব বলেছিলেন যে, 'এই দলে কোনও তারকা নেই যে তরুণদের উদ্বুদ্ধ করতে পারবে।'


এবার সেই ইস্যুতে মুখ খুলে পাক অধিনায়ক বাবর আজম বলেন, 'আমি শোয়েব ভাইয়ের মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না। আশা করি উনি এমন কিছু বলতে চাননি। দলের প্রত্যেকেই আমরা আমাদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি সবসময়। আমি এই নিয়ে কোনও তর্ক বা মন্তব্য করতে পারব না।'


২৬ বছরের তরুণ পাক ক্রিকেটার আরও বলেন, 'আমরা ব্যাটিং নিয়ে যদি কথা বলি, তবে আমাদের মধ্যে বেশ কয়েকটি পার্টনারশিপ হয়েছিল। যা আমরা আরও বড় করতে চেয়েছিলাম। আমার ও ইমামের মধ্যে ও পরবর্তীতে রিজওয়ানের সঙ্গে পার্টনারশিপ হয়েছিল। আমার মনে হয় যথেষ্ট রান বোর্ডে যোগ হয়েছিল। আমরা হয়ত আরও কিছু রান যোগ করতে পারতাম, তবে দ্রুত উইকেট হারিয়ে ফেলি আমরা।'


বাবর আরও বলেন, 'প্রথম ২ ম্যাচে আমাদের ব্যাটিং কোলাপস করে গিয়েছিল হঠাৎ করে। আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলি। কিন্তু তৃতীয় ম্যাচে আমাদের হারতে হয়েছে বোলিং ও ফিল্ডিংয়ের জন্য।'  


পাকিস্তানের স্টাইলিস্ট এই ব্যাটসম্যান আরও বলেন, 'ওয়াকার ভাই আমাদের বোলারদের সঙ্গে কাজ করছেন। আমার মনে হয় বোলাররা সিরিজে ঠিকভাবে বোলিং করতে পারেনি। পিচে সঠিক জায়গায় বল ফেলতে পারেনি। তবে সম্প্রতি ওরা হোম ও অ্যাওয়ে সিরিজে দুর্দান্ত খেলেছে। সবারই খারাপ দিন যায়। আমি নিশ্চিত ঘুরে দাঁড়াবই আমরা।'