প্রভিডেন্স (গায়ানা): বাবর আজমের শতরান এবং হাসান আলির ৫ উইকেটের সুবাদে দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। আগামীকাল তৃতীয় তথা শেষ ম্যাচ। ২৬ বছর একদিনের সিরিজে পাকিস্তানকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই রেকর্ড বদলানোই লক্ষ্য জেসন হোল্ডারের দলের।


গায়ানার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান হোল্ডার। বাবরের ১২৫ এবং ইমাদ ওয়াসিমের ৪৩ রানের সুবাদে ৫ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ২০৮ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। হাসান ৩৮ রানে ৫ উইকেট নেন। মহম্মদ হাফিজ ২ উইকেট দখল করেন।