নয়াদিল্লি: আগামী বছর ভারতে আয়োজিত হবে অনুর্ধ-১৭ ফুটবল বিশ্বকাপ। এই টুর্নামেন্টের থিম সং রচনার দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয় এবং বলিউডের সুরকার প্রীতম চক্রবর্তী।  আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল এদিন এ কথা জানিয়েছেন। বলিউডের এই সঙ্গীতশিল্পী বলেছেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর প্রেসিডেন্ট প্রফুল পটেল প্রীতমের সঙ্গে থিম সং রচনার দায়িত্ব দিয়েছেন।  বাবুল বলেছেন, ‘প্রীতম ও আমি আগামী বছরের টুর্নামেন্টের থিম সং তৈরি করব। আমরা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’-র মতো জনপ্রিয় গান বাঁধার চেষ্টা করব’।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই স্বপ্নের প্রকল্প ‘স্বচ্ছ ভারত অভিযান’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর জন্য সচেতনতা বাড়াতে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলবেন সাংসদ ও বলিউড তারকারা। আগামী ২৪ জুলাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচ হবে। এই ম্যাচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে যোগগুরু বাবা রামদেবকে।

সাংসদদের দলের নেতা বাবুল। দলে থাকছেন মনোজ তিওয়ারি, প্রবেশ ভার্মা এবং অন্যান্য সাংসদরা। অল স্টারস দলের নেতা অভিষেক বচ্চন। এছাড়াও রণবীর কাপূর, অর্জুন কাপূর, দিনো মারিয়ার মতো তারকাদের খেলতে দেখা যাবে। অনুর্ধ-১৭ ফুটবল বিশ্বকাপের আগে এই ম্যাচ দেশে ফুটবলের প্রচারেও সাহায্য করবে।