রিও অলিম্পিকে সিঙ্গলসে রুপো জেতার পরেই অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সিন্ধুকে ৩ কোটি টাকা, অমরাবতীতে ১,০০০ বর্গগজের একটি বাড়ি এবং গ্রুপ ওয়ান পদে চাকরি দেওয়া হবে। আর্থিক পুরস্কার ও বাড়ি আগেই দেওয়া হয়েছিল। আজ চাকরিও দেওয়া হল।
চন্দ্রবাবু আশা প্রকাশ করেছেন, সিন্ধু আন্তর্জাতিক স্তরে আরও খেতাব জিতবেন এবং রাজ্যের খেলার উন্নতিতে অবদান রাখবেন। অন্ধ্রের বিশেষ মুখ্যসচিব (রাজস্ব) জানিয়েছেন, সিন্ধুকে ৩০ দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে। তিন বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন তিনি। এই সময় তাঁর প্রশিক্ষণ চলবে।