হায়দরাবাদ: দেশের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুকে ডেপুটি কালেক্টর হিসেবে নিয়োগ করল অন্ধ্রপ্রদেশ সরকার। আজ সিন্ধুর হাতে নিয়োগপত্র তুলে দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রাজ্য সরকারের গ্রুপ ওয়ান পদে নিয়োগপত্র পেয়ে খুশি সিন্ধু। তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে এই তারকা জানিয়েছেন, ব্যাডমিন্টনকেই তিনি অগ্রাধিকার দেবেন।





রিও অলিম্পিকে সিঙ্গলসে রুপো জেতার পরেই অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সিন্ধুকে ৩ কোটি টাকা, অমরাবতীতে ১,০০০ বর্গগজের একটি বাড়ি এবং গ্রুপ ওয়ান পদে চাকরি দেওয়া হবে। আর্থিক পুরস্কার ও বাড়ি আগেই দেওয়া হয়েছিল। আজ চাকরিও দেওয়া হল।






চন্দ্রবাবু আশা প্রকাশ করেছেন, সিন্ধু আন্তর্জাতিক স্তরে আরও খেতাব জিতবেন এবং রাজ্যের খেলার উন্নতিতে অবদান রাখবেন। অন্ধ্রের বিশেষ মুখ্যসচিব (রাজস্ব) জানিয়েছেন, সিন্ধুকে ৩০ দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে। তিন বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন তিনি। এই সময় তাঁর প্রশিক্ষণ চলবে।