বেয়ারস্টো-বাটলার জুটির হাত ধরে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড
Web Desk, ABP Ananda | 26 Nov 2016 03:33 PM (IST)
মোহালি: প্রথম সেশনে চার উইকেট হারালেও, জনি বেয়ারস্টো (অপরাজিত ৭২) এবং জোস বাটলারের (৪৩) সৌজন্যে মোহালি টেস্টে পাল্টা লড়াই করছে ইংল্যান্ড। এই মুহূর্তে অ্যালেস্টার কুকের দলের রান ৬ উইকেটে ২৩০। ক্রিজে আছেন বেয়ারস্টো ও ক্রিস উকস (১৩)। আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুক। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় ইংল্যান্ড। ৮৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যান কুকরা। দলের ৩২ রানের মাথায় হাসিব হামিদকে (৯) আউট করে ইংরেজদের প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। তাঁর একটি লাফিয়ে ওঠা বল সামাল দিতে পারেননি হামিদ। বলটি তাঁর ব্যাটে লেগে রাহানের হাতে চলে যায়। এরপর ৫১ রানের মাথায় জো রুট (১৫) ও কুকের (২৭) উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড। জলপানের বিরতির পর প্রথম বলেই জয়ন্ত যাদবের শিকার হন রুট। নিচু হয়ে যাওয়া বলে পুল করতে গিয়ে এলবিডব্লু হয়ে যান রুট। রবিচন্দ্রন অশ্বিনের প্রথম বলেই কাট করতে গিয়ে উইকেটকিপার পার্থিব পটেলের হাতে ধরা পড়েন কুক। দীর্ঘদিন পর দলে ফিরে টেস্টে ৫০-তম ক্যাচ ধরেন পার্থিব। চার নম্বরে নামা মঈন আলিকে (১৬) ফেরান মহম্মদ শামি। দিনের দ্বিতীয় সেশনে প্রথমে বেন স্টোকস (২৯) ও পরে বাটলারকে সঙ্গী করে লড়াই করতে থাকেন বেয়ারস্টো। এই সেশনে ভারত একটিই উইকেট পায়। স্টোকসকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। তিনিই দিনের তৃতীয় সেশনে বাটলারকে ফিরিয়ে দেন।