দেশকে সোনা জেতানোর পর বজরঙ্গ বলেছেন, ‘শেষপর্যন্ত লড়াই করতে পারার ক্ষমতাই আমার শক্তি। আমি নিজের শক্তি অনুযায়ী খেলেছি। কোচ ও মেন্টররা আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমি সেই কৌশল অনুযায়ী খেলে জয় পেয়েছি। সোনার সঙ্গে অন্য কোনও পদকের তুলনা হয় না। এই প্রথম বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা পেলাম। আমি খুব খুশি।’ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা বজরঙ্গ পুনিয়ার, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 13 May 2017 11:38 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন বজরঙ্গ পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে দক্ষিণ কোরিয়ার সিউঙ্গচুল লি-র বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ৬-২ ফলে জয় পেলেন বজরঙ্গ। এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটারে লিখেছেন, বজরঙ্গের এই কৃতিত্বে দেশ গর্বিত।