নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তির টালমাটাল অবস্থা চলছেই। সেই পরিস্থিতি কাটতে না কাটতেই ফের ধাক্কা। অলিম্পিক্সের বছরেই অনির্দিষ্টকালের জন্য এবার নির্বাসিত হলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। জাতীয় দুর্নীতি-বিরোধী এজেন্সিকে (NADA) নিজের নমুনা না দেওয়ায় নির্বাসিত হলেন পুনিয়া।


সূত্রের খবর অনুযায়ী, সোনিপথে ১০ মার্চ নির্বাচনপর্বের সময় নাডাকে নিজের মূত্রের নমুনা দেননি বজরং পুনিয়া। ফলে তাঁকে অনির্দিষ্টকালের নির্বাসিত করা হয়েছে। এপ্রিল ২৩ বের হওয়া এক বিবৃতিতে নাডার তরফে জানানো হয় এই বিষয়ে কোনও সিদ্ধান্তে না পৌঁছনো পর্যন্ত বজরং পুনিয়াকে নির্বাসিত করা হচ্ছে এবং তিনি কোনও ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। টোকিওতে গত বারের অলিম্পিক্সে দেশের হয়ে ব্রোঞ্জ পদক এনেছিলেন বজরং পুনিয়া। এ বারের টুর্নামেন্টেও তাঁর থেকে পদকের প্রত্যাশা ছিলই।


তবে দুর্ভাগ্যবশত এই নির্বাসন না উঠলে সম্ভবত বজরং এই মাসের শেষের দিকে আয়োজিত অলিম্পিক্সের যোগ্যতা অর্জন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এ বছরে এখনও পর্যন্ত ৬৫ কেজির বিভাগে কোনও পালোয়ান অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। তার উপর পুনিয়ার এই নির্বাসন নিঃসন্দেহে বড় ধাক্কা।


প্রসঙ্গত, কয়েক মাস আগেই এক ভিডিওতে পুনিয়া অভিযোগ আনেন যে তাঁর নমুনা সংগ্রহের জন্য যে জিনিসপত্র আনা হয়েছে, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। নাডা আধিকারিককে জানানো সত্ত্বেও তারা এই বিষয়ে কোনও পদক্ষেপই নেননি। তবে নাডার তরফে জানানো হয়েছে পুনিয়াকে আগেভাগেই বলা হয়েছে তিনি নমুনা না দিলে তাঁকে নির্বাসিত করা হবে। তা সত্ত্বেও তিনি নমুনা না দিয়েই নিজের অনুরাগীদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান। ভারতের তারকা কুস্তিগীরকে ৭ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যেই তাঁকে নমুনা না দেওয়ার কারণ ব্যাখা করতে হবে। 


তবে বজরং কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কখনই নমুনা দিতে অস্বীকার করেননি। বজরং লেখেন, 'আমার ডোপ টেস্ট সংক্রান্ত বিষয়টা আমি খোলসা করে জানাতে চাই। আমি নাডা আধিকারিকদের কখনই নমুনা দিতে অস্বীকার করিনি। আমি কেবল জানতে চেয়েছিলাম মেয়াদ উত্তীর্ণ কিট নিয়ে নমুনা নিতে আসার পর আমার অভিযোগের ভিত্তিতে ওরা ঠিক কী পদক্ষেপ নিয়েছে। তারপরেই আমি ডোপ পরীক্ষার নমুনা দিয়ে দিতাম। এবার এই চিঠির জবাবটা আমার উকিল দেবেন।' এই জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়। 


 



 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে কি মাঠে নামবেন ময়ঙ্ক? তরুণ ফাস্ট বোলারের ফিটনেস আপডেট দিলেন ল্যাঙ্গার