নয়াদিল্লি: মাত্র তিন সপ্তাহের ব্যবধান। ফের একবার জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা) (National Anti-Doping Agency) তারকা কুস্তিগীর বজরং পুনিয়াকে (Bajrang Punia) নির্বাসিত করল। ১১ জুলাইয়ের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বজরং। নয়তো তাঁর উপর অগত্যাই নির্বাসন লাগু হবে। 


বজরংকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে নাডার তরফে লেখা হয়, 'এই নোটিসের মাধ্য়মে আপনাকে জানানো হচ্ছে যে আপনাকে অ্যান্টি ডোপিং সংস্থার ২.৩ আর্টিকেল ভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত করা হল। এর ফলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাসিত করা হল।' নাডা এর আগেও কিন্তু ২৩ এপ্রিল বজরং পুনিয়াকে নির্বাসিত করেছিল। সোনিপথে নির্বাচনী ট্রায়ালের সময় বজরং ডোপ পরীক্ষার জন্য নিজের নমুনা দিতে রাজি না হওয়ায় তাঁকে  সেক্ষেত্রে নির্বাসিত করা হয়। বিশ্ব সংস্থাও তারপর তাঁকে নির্বাসিত করেছিল।


সোনিপথে ১০ মার্চ এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফায়ার্সের আয়োজন করা হয়। বজরং সেখানে এক রাউন্ডে হারের পর চলে যান এবং নিজের কোনওরকম নমুনাই তিনি দেননি। তৃতীয় স্থানের লড়াইয়ে অংশগ্রহণও করেননি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী। এরপরেই তাঁকে নির্বাসিত করে নাডা। একই পথে হাঁটে বিশ্ব কুস্তি সংস্থাও। বজরং নিজের নির্বাসনের বিরুদ্ধে আপিল করায় ৩১ মে পর্যন্ত সেই নির্বাসন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ফের একবার নির্বাসিত হলেন ভারতের তারকা কুস্তিগীর।


 






এই প্রসঙ্গে কয়েক মাস আগেই এক ভিডিওতে পুনিয়া অভিযোগ আনেন যে তাঁর নমুনা সংগ্রহের জন্য যে জিনিসপত্র আনা হয়েছে, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। নাডা আধিকারিককে জানানো সত্ত্বেও তারা এই বিষয়ে কোনও পদক্ষেপই নেননি। তবে নাডার তরফে জানানো হয়েছে পুনিয়াকে আগেভাগেই বলা হয়েছে তিনি নমুনা না দিলে তাঁকে নির্বাসিত করা হবে। তা সত্ত্বেও তিনি নমুনা না দিয়েই নিজের অনুরাগীদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান বলে অভিযোগ। নমুনা দিতে না চাওয়ায় তাঁকে পুনরায় নির্বাসিত করা হল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ শেষেই টিম ইন্ডিয়ার সাজঘরে ভিভ রিচার্ডস, কিন্তু কেন?