ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল ভারত। ১৮ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন বালা দেবী। তিনিই ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান। এরপর অবশ্য সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি ভারত। নেপালকে হারিয়ে টানা তিনবার সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে সোনা ভারতের
Web Desk, ABP Ananda | 09 Dec 2019 06:24 PM (IST)
ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল ভারত।
ছবি সৌজন্যে ট্যুইটার
পোখারা: আয়োজক দেশ নেপালকে ২-০ গোলে হারিয়ে সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে টানা তৃতীয়বার সোনা পেল ভারত। আজ ফাইনালে ভারতের হয়ে জোড়া গোল করেন বালা দেবী। তিনি এই প্রতিযোগিতায় পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। এই প্রতিযোগিতায় একটিও গোল খায়নি ভারত।