ইন্দোর: গভীর রাতে চোর যদি সিঁদ কেটে গৃহস্থের ঘরে ঢুকে হাতানোর মতো কিছুই না পায়, চরম হতাশা, রাগ হওয়া তো স্বাভাবিক। যেমনটি ঘটেছে মধ্যপ্রদেশের এই চোরের ক্ষেত্রে। ইন্দোরের আদর্শ নাগিন নগরে এক সরকারি বাংলোয় ঢুকে কিছু না পেয়েই হতাশ হয়ে ফিরে যেতে হয় চোরকে। রাগ চাপতে না পেরে গৃহকর্তার উদ্দেশ্যে নোট লিখে যায় সে। তাতে তাকে ‘কিপটে’ বলেছে সে। লিখেছে, তুমি এমন কঞ্জুস যে, দরজা ভাঙার মেহনতটাই বিফলে গেল। নেওয়ার মতো কিছুই পেলাম না। রাতটাই মাটি হল!
সংবাদ সংস্থার খবর, ওই বাংলে প্রবেশ সোনি নামে এক সরকারি ইঞ্জিনিয়ারের। তাঁর বাংলোয় যখন চোর ঢোকে, তিনি সেখানে ছিলেন না। কফি টেবিলের ওপর তাঁর ডায়েরি খোলা পড়ে ছিল। সেখানেই নোট লিখে যায় চোর। পরদিন, ৫ ডিসেম্বর সকালে তাঁর কাজের লোকজনের নজরে পড়ে সেটি।
ঘটনাটি শুনে পুলিশ ডাকেন সোনি। পুলিশ এসে ঘর তল্লাশি করে দেখে, কাবার্ড খোলা, ছড়িয়েছিটিয়ে পড়ে আছে জামাকাপড়, অন্যান্য মূল্যবান সামগ্রী। কিন্তু সেসব পছন্দ হয়নি চোরের। তার ফেলে যাওয়া নোটের কথা লোকমুখে ফিরছে। সেটি হস্তরেখা বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সময়কার নজরদার ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেছে।