নয়াদিল্লি: ক্রিকেট এমন একটি খেলা, যার সঙ্গে আবেগ জড়িয়ে থাকে ওতপ্রোতভাবে। সমর্থকরা যে কোনও খেলোয়াড়ের কাছেই পুরোদস্তুর দায়বদ্ধতার প্রত্যাশা করেন। মাঠে এর অভাব ঘটলেই দর্শকরা সংশ্লিষ্ট খেলোয়াড়ের সমালোচনায় মুখর হন। কিন্তু কখনও কখনও আবার প্রয়োজনের অতিরিক্ত দায়বদ্ধতার কারণে কোনও খেলোয়াড় হাসির খোরাক হয়ে উঠতে পারেন। অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে এমনই একটি ঘটনা ঘটল। আর সংশ্লিষ্ট খেলোয়াড়কে নিয়ে ঠাট্টা-তামাশাও হল। ম্যাচ চলাকালে এক ব্যাটসম্যানের ব্যাটে বল লেগে স্লিপ কর্ডন পেরিয়ে থার্ডম্যান বাউন্ডারিতে পৌঁছে যায়। চার রান হয়। কিন্তু এরপরও এই ব্যাটসম্যান দৌড়তে থাকেন এবং আরও দুটি রান সম্পূর্ণ করেন।
মজাদার ক্যাপশন সহ ভিডিওটি ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।



এই ঘটনায় আরও মজাদার বিষয় হল যে, ওই ব্যাটসম্যানের পার্টনার নন-স্ট্রাইকার প্রান্তে ঠায় দাঁড়িয়েছিলেন। যাতে করে বুঝে ওঠাই সম্ভব হচ্ছে না যে, ওই ব্যাটসম্যান কেন দৌড়চ্ছিলেন।
এভাবে তাঁকে অনর্থক রান নিতে দেখে ধারাভাষ্যকাররাও হাসি সামলাতে পারেননি। তাঁরা ওই ব্যাটসম্যানকে নিয়ে কৌতুকে মেতে ওঠেন। এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, চারের বেশি তো পাবে না। আর একজন ধারাভাষ্যকার বলেন, ছুটে আটটা রান নিলে।
ব্যাটসম্যান দৌড় থামালে নিয়মের কথা উল্লেখ করে ওই ধারাভাষ্যকার মনে করিয়ে দেন, বল একবার সীমানা পেরোলে..ওই বলের খেলা শেষ।