আলুড়: ভারতের ঘরোয়া লিস্ট এ (ওয়ান ডে) ক্রিকেটে নতুন নজির গড়লেন সঞ্জু স্যামসন। বিজয় হাজারে ট্রফিতে শনিবার গোয়ার বিরুদ্ধে ডানহাতি ব্যাটসম্যান সঞ্জু অপরাজিত রইলেন ২১২ রানে। ওয়ান ডে ক্রিকেটে কেরলের উইকেটকিপার-ব্যাটসম্যানের এটাই প্রথম সেঞ্চুরি। সেই সেঞ্চুরিকেই একেবারে দ্বিশতরানে পরিণত করলেন ২৪ বছরের ক্রিকেটার।
কর্নাটকের আলুড়ে শনিবার গোয়ার মুখোমুখি হয়েছিল কেরল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার রবিন উথাপ্পা (১০ রান) ও বিষ্ণু বিনোদের (৭ রান) উইকেট হারিয়ে বসে কেরল। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১২৯ বলে ২১২ রান করে অপরাজিত থাকেন সঞ্জুয তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। তৃতীয় উইকেটে সচিন বেবির সঙ্গে ৩৩৮ রান যোগ করেন সঞ্জু। সেঞ্চুরি করেন সচিনও (১৩৫ বলে ১২৭ রান)। কেরল নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৩৭৭/৩।
সঞ্জু শনিবার ভেঙে দিলেন অজিঙ্ক রাহানে, ঋতুরাজ গায়কোয়াড় ও কেভি কৌশলের রেকর্ড। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন সঞ্জুর ঝুলিতেই।
ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস: প্রথম চার
সঞ্জু স্যামসন - অপরাজিত ২১২ রান (কেরল বনাম গোয়া, ২০১৯-২০)
কেভি কৌশল – ২০২ রান (উত্তরাখণ্ড বনাম সিকিম, ২০১৮-১৯)
ঋতুরাজ গায়কোয়াড় – অপরাজিত ১৮৭ রান (ভারত এ বনাম শ্রীলঙ্কা এ, ২০১৯)
অজিঙ্ক রাহানে – ১৮৭ রান (মুম্বই বনাম মহারাষ্ট্র, ২০০৭-০৮)
গোয়ার বিরুদ্ধে অপরাজিত ২১২ রান, ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে নতুন কীর্তি সঞ্জু স্যামসনের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2019 03:27 PM (IST)
সঞ্জু শনিবার ভেঙে দিলেন অজিঙ্ক রাহানে, ঋতুরাজ গায়কোয়াড় ও কেভি কৌশলের রেকর্ড। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন সঞ্জুর ঝুলিতেই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -