লন্ডন: বিশ্বকাপের ৩২তম ম্যাচ, লর্ডসে জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা, হার হল ফেভারিটদের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে হেরে একদিকে যেমন সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হল ইংল্যান্ডের, ঠিক অন্যদিকে ৬৪ রানে জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলল অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ হলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু, ভাইরাল হল মিচেল স্টার্কের ‘বল অব দ্য টুর্নামেন্ট’।


তখন ইংল্যান্ডের স্কোর, ৫ উইকেট হারিয়ে ১৭৭। বেন স্টোকস খেলছেন ৮৯ রানে। বোলিংয়ে মিচেল স্টার্ক। ৩৬ তম ওভারের শেষ ডেলিভারি, ইনসুইং ইয়র্কারেই ছিটকে গেল স্টোকসের অফ স্টাম্প। তখনই খেলা কার্যত অজিদের হাতের মুঠোয়। আর সেটা ভালই বুঝতে পেরেছিলেন ব্রিটিশ অলরাউন্ডার। সেকারণেই আরও রেগে গিয়ে ব্যাটেই লাথি মেরে বসলেন বেন স্টোকস। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।





প্রসঙ্গত, চলতি বিশ্বাকাপে ক্যাঙ্গারু ব্রিগেডই প্রথম দল, যারা সেমিফাইনালের জায়গা নিশ্চিত করল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবশ্যই রয়েছে নিউজিল্যান্ড ও ভারত । তবে সেটা বদলাতে পারে। আর চার নম্বর জায়গায় লড়াইয়ে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান।


মঙ্গলবার, লর্ডসে ব্যাটে বলে দাপট দেখিয়েই ব্রিটিশ দলকে হারিয়েছে অজিরা। ব্যাটিংয়ে অ্যারন ফিঞ্চের শতরান (১০০) এবং ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান (৫৩) যেমন রয়েছে তেমনই আগুনে বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফ। এই দুই বাঁ হাতিই ৯ উইকেট নিয়ে ইংরেজদের ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছেন।  ৫টি উইকেট নিয়েছেন জেসন বেহরেনডর্ফ। ৪টি উইকেট এসেছে মিচেল স্টার্কের ঝুলিতে।  খেলার ফল- অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ২৮৫। ইংল্যান্ড ২২১ রানেই অলআউট।