বল-বিকৃতি নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে, বলছেন কালিস
Web Desk, ABP Ananda | 01 Apr 2018 06:07 PM (IST)
কলকাতা: স্টিভ স্মিথদের বল-বিকৃতি নিয়ে নতুন করে কোনও মন্তব্য করতে না চাইলেও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার সতর্ক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এ বিষয়ে সংবাদমাধ্যমে অনেক আলোচনা হয়েছে। এই ঘটনায় সবাই অনেক বেশি সময় নষ্ট করেছেন। এই ঘটনা সারা বিশ্বের ক্রিকেটারদের নিজেদের আচরণের বিষয়ে সচেতন করে দিয়েছে। তাই আমার মনে হয়, সবার সতর্ক হওয়ার সময় এসেছে।’ কালিস আসন্ন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ। তিনি এখন আইপিএল-এর প্রস্তুতিতে ব্যস্ত। আজ কেকেআর-এর নয়া জার্সি উদ্বোধন হয়েছে এবং দলের সদস্যদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে বল-বিকৃতি প্রসঙ্গ ওঠে। এ বিষয়ে কালিস বলেছেন, ‘আমি দলের সব খেলোয়াড়কে বলব, ভালভাবে খেলতে হবে এবং একইসঙ্গে সততাও বজায় রাখতে হবে। আমরা অতীতে যেভাবে খেলেছি, এবারও কেকেআর-কে সেভাবেই দেখতে চাই।’