চট্টগ্রাম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হারের পাশাপাশি বিতর্কে জড়ালেন অলরাউন্ডার শাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর আম্পায়ার নাইজেল লংয়ের ঠিক পিছনে দাঁড়িয়ে মাটিতে বল ঘষছেন শাকিব। এই ঘটনা আম্পায়ারদের দৃষ্টি এড়িয়ে যায়। তবে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় বিতর্ক শুরু হয়েছে। শাকিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।


বল বিকৃতি নিয়ে আইসিসি-র নিয়ম অত্যন্ত কঠোর। ক্রিকেটাররা কোনও সময়েই ইচ্ছাকগৃতভাবে বলের পালিশ তুলে ফেলতে পারেন না। কিন্তু শাকিব সেই চেষ্টাই করছিলেন বলে অভিযোগ।

শাকিবের পাশাপাশি বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের অপর এক অলরাউন্ডার নাসির হোসেনও। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন প্যাট কামিন্সের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করা হয়। মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। সেই রিভিউয়ে আউট দেওয়া হয় কামিন্সকে। আম্পায়ারের পাশে দাঁড়িয়ে তাঁর সঙ্গেই আঙুল তোলেন নাসির। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ম্যাথু ওয়েড আউট হওয়ার পর তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখানোয় জরিমানা হয় তামিম ইকবালের। তবে নাসিরকে কোনওরকম শাস্তির মুখে পড়তে হয়নি।