সিডনি: কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। এই ঘটনা নিয়ে উথালপাথাল অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলেও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃত করেন ক্যামরন বেনক্রফ্ট। দিনের খেলার শেষে অভিযোগ স্বীকার করে নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং বেনক্রফ্ট। এই ঘটনায় হতাশা ও দুঃখের কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড। তিনি বলেছেন, এটি অস্টেলিয়া ক্রিকেটের পক্ষে একটা দুঃখের দিন। জরুরিভিত্তিতে এবং গুরুত্ব দিয়ে বিষয়টির মোকাবিলা করা হবে জানিয়ে তিনি বলেছেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সিএ-র দুই সদস্যের একটি দল কেপটাউন যাচ্ছে।
সাদারল্যান্ড বলেছেন, সিএ-র ইন্টিগ্রিটি শাখার প্রধান ইয়েইন রয় এবং হাইপারফরম্যান্স ম্যানেজার প্যাট হোয়ার্ডকে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত খেলোয়াড় ও দলের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে ওই দলকে সঠিক চিত্র জানতে পাঠানো হচ্ছে।
ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে স্মিথের ভবিষ্যত ঘিরে প্রশ্ন উঠে গিয়েছে। তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন সাদারল্যান্ড। তিনি শুধু বলেছেন, স্টিভ স্মিথ বর্তমানে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক।
উল্লেখ্য, কেপটাউন টেস্টের তৃতীয় দিনের ৪৩ তম ওভারে একটি হলুদ রঙের জিনিস দিয়ে বলে ঘষতে দেখা যায়। এরপরই ঘটনা ঘিরে বিতর্ক দানা বাঁধে।
স্মিথের স্বীকারোক্তি সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়া যে আচমকা কোনও সিদ্ধান্ত নেবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন সাদারল্যান্ড। তিনি জানিয়েছেন, তদন্তে উপযুক্ত প্রমাণের পরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। তবে দলের খেলোয়াড়দের এই কাজ খেলার স্পিরিটের বিরুদ্ধে এবং এতে অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকরা হতাশাগ্রস্ত বলেও মন্তব্য করেছেন তিনি।