ওয়েলিংটন: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হারতে হয়েছে। কিন্তু টাইগারদের এই জয়কে ক্রিকেটের জয়, টেস্ট ক্রিকেটের জয় হিসেবে দেখছেন রস টেলর (ross taylor)। চলতি সিরিজের পরই ক্রিকেটকে (cricket) বিদায় জানাবেন এই কিউয়ি ব্যাটার। তার আগে টেলর বলছেন, ''যদি আমি নিরপেক্ষভাবে চিন্তা করি বিষয়টা, তবে এটা বলব যে নিঃসন্দেহে ক্রিকেটের জন্য এটা ভীষণ ইতিবাচক দিক। বাংলাদেশের জন্য এটা গর্বের সময়। টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ওরা অনেক গর্বের মুহূর্তের সাক্ষী আগেও থেকেছে। ম্যাচের ফলাফলের মধ্যে আমি বাজে কিছু দেখছি না।''


বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য। বিশ্বের এক নম্বর দল নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারাল পদ্মাপাড়ের ছেলেরা। উঠে এসেছে ক্রমতালিকার পাঁচ নম্বরে। বুধবার বে ওভালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। চলতি সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ আয়োজক দলকে ৮ উইকেটে হারিয়েছে। এর আগে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে কোনও ফরম্যাটেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচে জিততে পারেনি, টেস্ট তো দূরের কথা। পাঁচ দিনের ফরম্যাটে বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের কাছাকাছিও পৌঁছতে পারেনি।


২০১৭-তে ৫৯৫ রানের পাহাড় গড়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। তারপর বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ডে যে কৃতিত্ব দেখাল, তা ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলও গত ১১  বছরে পারেনি।  আসলে এশিয়ার কোনও দেশ হিসেবে নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই টেস্টে হারানোর ঘটনা ঘটেছিল ২০১১ তে। ওই বছর পাকিস্তান নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়েছিল। তারপর থেকে পাকিস্তান নিউজিল্যান্ডে পাঁচটি টেস্ট খেলেছে। কিন্তু এর কোনও একটিতেও জিততে পারেনি। 


এদিকে, এটাই কি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা সাফল্য? বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মোমিনুল হক এই প্রশ্নের উত্তরে বলেছেন ‘হ্যাঁ, আমার কাছে তা-ই মনে হয়। আপনাদের সঙ্গে আমি একমত। পরিস্থিতি যেমন ছিল সেই অবস্থা থেকে এটা অনেক বড় জয়। নিউজিল্যান্ডের মতো কঠিন পরিবেশ-পরিস্থিতিতে এটা অনেক বড় কৃতিত্ব বলেই ধারণা।’