কেপটাউন: আগামী ১১ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা (india vs south africa) তৃতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে ৭ উইকেট দক্ষিণ আফ্রিকা জিতে যাওয়ায় কেপটাউন টেস্টই হতে চলেছে সিরিজের নির্ণায়ক ম্যাচ। আর সেই ম্যাচেই একাদশে হনুমা বিহারিকে (hanuma vihari) চাইছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর (gautam gambhir)। জোহানেসবার্গে অপরাজিত ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বিহারী। ম্যাচে বিরাট কোহলি না খেলায় তাঁর জায়গায় দলে ঢুকে পড়েছিলেন বিহারি। কিন্তু তৃতীয় টেস্টে বিরাট দলে ঢুকলে তাঁকেই বসতে হবে। কিন্তু গম্ভীর চাইছেন যে রাহানেকে বসিয়ে বিহারিকেই তৃতীয় টেস্টে একাদশে খেলানো উচিত।


দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের অফফর্মে থাকা ২ সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে অর্ধশতরান করেছেন। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে সর্বাধিক রানের মালিকও রাহানে। পূজারা যেখানে ৮৬ বলে ৫৩ রান করেন। সেখানে রাহানে সেখানে ৭৮ বলে ৫৮ রান করেন। 


গম্ভীর এক সাক্ষাৎকারে বলেন, ''বিহারিকে যদি তৃতীয় টেস্টে বসিয়ে দেওয়া হয়, তবে তা খুব খারাপ হবে। রাহানে যদি অর্ধশতরান করে থাকে তো হনুমাও ৪০ রানের ইনিংস খেলেছে। ও যদি রাহানের জায়গায় দ্বিতীয় ইনিংসে খেলতে নামত, তাহলে হয়ত ও অর্ধশতরান করত। রাহানের একটা ইনিংসের ওপর ভর করে দেখা উচিত নয়। আবার হনুমাও তরুণ। ওকে প্রাপ্য সুযোগ দেওয়া উচিত।''


পিঠের ব্যথায় বিরাট কোহলি (Virat Kohli) খেলতে পারেননি এই টেস্টে। অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের প্রথম ইনিংস অবশ্য মাত্র ২০২ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে শার্দুল ঠাকুরের শানদার বোলিংয়ে ভর করে ২২৯ রানে প্রোটিয়াদের প্রথম ইনিংস থামিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ফের ব্যর্থতাই সঙ্গী হয় ভারতীয় ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ২৬৬ রান। জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়েই চতুর্থ দিনের শেষপর্বে জয়ের লক্ষ্যমাত্রা ২৪৩ রানে পৌঁছে যান প্রোটিয়ারা।