চিটাগং: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হার বাংলাদেশের। ৮ উইকেটে বাবর আজমরা হারিয়ে দিলেন টাইগার বাহিনীকে। এই ম্যাচ থেকে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি লিটন ও মুশফিকুরের ব্যাটিং। কিন্তু বাকি ব্যাটাররা কেউই এই ম্যাচে দলকে ভরসা জোগাতে পারেননি। প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে ৯১ রান করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। 


ম্যাচে প্রথমে ব্য়াটিং করে বোর্ডে ৩৩০ রান তুলেছিলেন বাংলাদেশ (bangladesh)। ১১৪ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। ৯১ রানের ইনিংস খেলেন মুশফিকুরও। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান (pakistan) বোর্ডে ২৮৬ রান বোর্ডে তুলতেই সব উইকেট হারিয়ে বসে। ১৩৩ রানের ইনিংস খেলেন আবিদ আলি। অর্ধশতরান করেন সফিক। 


দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে ব্যাট করতে নেমে যদিও বড় রান করতে পারেনি বাংলাদেশ। লিটন ফের অর্ধশতরান হাঁকিয়ে ৫৯ রান করলেও মাত্র ১৫৭ রানেই অল আউট হয়ে যায় টাইগাররা। রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেন আবিদ। সফিকও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে ৭৩ রান করেন। 


এদিকে, ইতিহাস গড়ল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথমবারের জন্য ওয়ান ডে বিশ্বকাপে (world cup) খেলার যোগ্যতা অর্জন করল তারা। এর আগে টি-টোয়েন্টি (t20) বিশ্বকাপে খেললেও কোনওদিন ৫০ ওভারের বিশ্বকাপে খেলেননি সালমা খাতুনরা। বাংলাদেশ (bangladesh) মহিলা ক্রিকেট দল ছাড়াও পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজও আগামী বিশ্বকাপে খেলার জন্য নিউজিল্যান্ডের বিমান ধরতে চলেছে।


জিম্বাবোয়েতে এবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। সেখানেই গ্রুপ বি-তে শীর্ষে ছিল তারা। পাকিস্তানের মত শক্তিশালী দেশকে হারিয়ে দিয়েছিল তারা। একটি ম্যাচ বাকি ছিল। কিন্তু তার আগে করোনা থাবা দেওয়ায় তা বাতিল হয়ে যায়। যার ফলে ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে শীর্ষে থাকায় মূলপর্বে জায়গা করে নেয়। পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল। তবে তা সত্বেও মূলপর্বে জায়গা করে নিয়েছে। আগামী বছর ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ।