কলকাতা: বম্বে হাইকোর্টের নির্দেশে মহারাষ্ট্র থেকে সরছে আইপিএল৷ ফাইনাল হতে চলেছে ব্যাঙ্গালোরে৷ সেমিফাইনাল পেতে চলেছে কলকাতা৷ ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত আইপিএল চেয়ারম্যানের৷
বম্বে হাইকোর্টের নির্দেশে মহারাষ্ট্র ছাড়ছে আইপিএল৷ রাজ্য থেকে সরছে ১৩ টি ম্যাচ৷ তড়িঘড়ি পরিকল্পনা-বদল৷ সূচি-বদল৷ এদিন মুম্বই ও পুণে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বৈঠক করেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল৷ মুম্বইয়ের বদলে ফাইনালের ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে ব্যাঙ্গালোরের নাম৷ অন্যদিকে, সেমিফাইনাল হতে চলেছে কলকাতায়৷
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল পাচ্ছে ব্যাঙ্গালোর৷ অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ আসতে চলেছে ইডেন গার্ডেন্সে৷ পাশাপাশি, এদিনের বৈঠকে রায়পুর, জয়পুর, বিশাখাপত্তনম ও কানপুরের মধ্যে থেকে একটিকে হোম ভেন্যু হিসেবে বেছে নিতে বলা হয় মুম্বই ইন্ডিয়ান্স ও পুণে সুপার জায়ান্টসকে৷ পুণের পছন্দ বিশাখাপত্তনম৷ তবে, নিজেদের পছন্দের ভেন্যু বেছে নেওয়ার জন্য ২ দিন সময় চেয়েছে মুম্বই৷
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবগুলি রাখা হবে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান৷
তীব্র খরার মধ্যে মহারাষ্ট্রে আইপিএল আয়োজনের বিরোধিতায় করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ৩০ এপ্রিলের পর টুর্নামেন্টের সমস্ত ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট৷ আর, তারপরই শুরু বিসিসিআইয়ের তত্পরতা৷ সূচির রদবদল৷
মহারাষ্ট্র থেকে সরছে আইপিএল, ফাইনাল বেঙ্গালুরুতে, সেমি কলকাতায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2016 03:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -