ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। এশিয়া কাপের হতাশাজনক ফলাফলের জেরে বাংলাদেশ দলে বদল হওয়াটা স্বাভাবিক ছিল। হলও তাই। পরের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লাহ (Mahmudullah)। তবে এশিয়া কাপের মতো বিশ্বকাপেও দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকেই (Shakib Al Hasan)।
এশিয়া কাপে চোটের কারণে খেলতে না পারলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট সারিয়ে বাংলাদেশ দলে ফিরছেন লিটন দাস। লিটনের পাশাপাশি ইয়াসির আলি, নুরুল হাসান, হাসান মাহমুদ এবং নাজমুল হোসেন শান্তরও বাংলাদেশ দলে প্রত্যাবর্তন ঘটেছে। লিটন বাংলাদেশ-জিম্বাবোয়ে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নুরুল হাসানও আঙুলের চোটের জেরে অস্ত্রোপ্রচার করিয়েছিলেন। তাই তাঁরও এশিয়া কাপে খেলা হয়নি। তবে লিটন এবং নুরুল, উভয়ই সম্পূর্ণরূপে চোট সারিয়ে উঠেছেন। তাই বিশ্বকাপ দলেও ফিরলেন তাঁরা।
তবে মাহমুদুল্লাহ দল থেকে তো বাদ পড়েইছেন, পাশাপাশি সদ্যই এশিয়া কাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিমও। তাই মিডল অর্ডারের দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই পরের মাস থেকে শুরু হওয়া বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশ দলে থাকা পারভেজ হোসেন, এনামুল হক, মেহেদি হাসান ও মহম্মদ নঈমকেও বিশ্বকাপের দলে রাখা হয়নি। সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫জনের মূল দলের সদস্য ছিলেন। তবে তাঁরা এ বার মূল দলে সুযোগ পাননি।
দলের স্ট্যান্ডবাইতেই রয়েছেন সৌমরা। তাদের পাশাপাশি রিশাদ হোসেন এবং শক মেহেদি হাসানকেও দলের স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। গত বছর বিশ্বকাপে সুপার ১২ পৌঁছলেও সেইখান থেকে কোনও ম্যাচ না জিতেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও কোনও ম্যাচ না জিতেই গ্রুপ পর্বে বিদায় নেন শাকিবরা। তাই পরের মাস থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা বিশ্বকাপে ভাগ্য বদলের আশাতেই দলে ঢালাও বদল করল ওপার বাংলার দল।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন তারকা ত্রয়ী