সাউদাম্পটন: ভারতের সঙ্গে টক্কর দেওয়ার পর্যাপ্ত রসদ বাংলাদেশের রয়েছে। কিন্তু বিশ্বকাপ খেতাবের অন্যতম দাবিবার ভারতকে হারাতে এবং সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে বাংলাদেশকে সেরা খেলাটা খেলতে হবে। এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
গতকাল সোমবার বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে ঝড় তোলেন শাকিব। হাফসেঞ্চুরি করার পর পাঁচ উইকেট নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে দলের ৬২ রানে জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিনি। এই জয়ের ফলে চলতি বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। নক আউট পর্যায়ে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে বাংলাদেশকে গ্রুপ পর্যায়ে তাদের শেষ দুটি ম্যাচে ভারত (২ জুলাই) ও পাকিস্তান (৫ জুলাই)-কে হারাতে হবে।
আফগানিস্তানকে হারানোর পর শাকিব বলেছেন, ভারত সেরা দল, ট্রফি জয়ই লক্ষ্য তাদের। সেই ভারতকে হারানোটা সহজ হবে না। কিন্তু আমাদের সেরা খেলাটা খেলতে হবে। অভিজ্ঞতা সাহায্য করবে, ভারতকে হারাতে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। ওদের বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছে, যারা ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারে। এক্ষেত্রে আমাদের সেরাটা দিতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি ভারতকে হারানোর সক্ষমতা দলের রয়েছে।
বাংলাদেশের স্পিন বোলিং কোট সুনীল জোশী দলের স্পিনারদের ওপর আস্থা ব্যক্ত করেছেন এবং আশা করেছেন, পরের সপ্তাহে ভারতের বিরুদ্ধে স্পিনাররা ভালো বোলিং করবে।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১৫ টেস্ট ও ৬৯ একদিনের ম্যাচ খেলা জোশী বাংলাদেশের স্পিন বোলিং কোচ। তিনি বলেছেন, আমরা জানি ওরা স্পিনটা ভালো খেলে। আমরাও স্পিনটা ভালো খেলি এবং আফগানিস্তানের বিরুদ্ধেও খেলেছি। সাদা বলের ফর্ম্যাটে এখানে এবং এর আগে দেখিয়েছি যে, আমরা কতটা ভালো দল। আমরা আয়ারল্যান্ডে জিতেছি। ওয়েস্ট ইন্ডিজকে ওদের ঘরের মাঠে ও নিজেদের মাঠে হারিয়েছি। গত তিন বছরে অন্তত তিনবার ভারতকে হারানোর কাছাকাছি চলে এসেছিলাম।
অ্যাজেস বোলে আফগানিস্তান ভারতকে বিপাকে ফেলে দিয়েছিল এবং ভারতকে ৮ উইকেটে ২২৪ রানে বেঁধে রাখতে পেরেছিল। জোশী স্বীকার করেছেন, এজবাস্টনে এ ধরনের পিচ হলে পছন্দ হবে বাংলাদেশের। তিনি বলেছেন, ভারতের মতো বাংলাদেশেরও ভালো মানের স্পিনার রয়েছে।
ভারতকে হারাতে সক্ষম বাংলাদেশ, কিন্তু এজন্য নিজেদের সেরাটা দিতে হবে: শাকিব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2019 12:42 PM (IST)
ভারতের সঙ্গে টক্কর দেওয়ার পর্যাপ্ত রসদ বাংলাদেশের রয়েছে। কিন্তু বিশ্বকাপ খেতাবের অন্যতম দাবিবার ভারতকে হারাতে এবং সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে বাংলাদেশকে সেরা খেলাটা খেলতে হবে। এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
SOUTHAMPTON, ENGLAND - JUNE 24: Shakib Al Hasan (l) of Bangladesh celebrates the wicket of Gulbadin Naib of Afghanistan with Liton Das (r) of Bangladesh during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Bangladesh and South Africa at The Hampshire Bowl on June 24, 2019 in Southampton, England. (Photo by Alex Davidson/Getty Images)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -