কলম্বো: ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারত-বাংলাদেশ লড়াই হতে চলেছে। ভারতীয় দল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল। আজ শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশও ফাইনালে পৌঁছে গেল। রবিবার ফাইনালে দুই প্রতিবেশী দেশের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


আজকের ম্যাচ কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছিল। এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ৪১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, কুশল পেরেরার ৬১ ও থিসারা পেরেরার ৫৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৯ রান করে শ্রীলঙ্কা। এই রান তুলতে বাংলাদেশের বিশেষ সমস্যা হয়নি। ওপেনার তামিম ইকবাল ৫০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৪৩ রান করেন। এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। ছক্কা মেরে জয় এনে দেন মাহমুদুল্লাহ।