নয়াদিল্লি: অনুরাগীরা তাঁকে অনেক সময় বুম বুম বলে ডাকেন। এই ডাকনামের মাহাত্ম্য ফের বোঝালেন শাহিদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর খেলায় যে কীর্তি গড়লেন তিনি, তা এর আগে কেউ করতে পারেননি। করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচে পরপর চার বলে চারটি বিশাল ছক্কা হাঁকালেন পাকিস্তান দলের এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু আফ্রিদির এই দুরন্ত প্রচেষ্টা সত্ত্বেও করাচিকে ৪৪ রানে হারিয়ে এই ম্যাচ জেতে পেশোয়ার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হত পেশোয়ারকে। এই ম্যাচ হেরে তালিকায় আফ্রিদির দল দুই থেকে তিন নম্বর স্থানে নেমে এসেছে।
জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফ্রিদির মারকাটারি ব্যাটিং করাচির আশা জাগিয়ে দিয়েছিল। ১৯ বছরের পাক পেসার সামিন গুলের তিনটি বলে তিনটি ছয় মারেন আফ্রিদি। পরের ওভারে অফস্পিনার লিয়াম ডসনের বলে ছক্কা মারেন তিনি। এভাবে পিএসএলে পর পর চার বলে চারটি ছক্কা মারার রেকর্ড গড়েন আফ্রিদি।
কিন্তু আফ্রিদির ইনিংস স্থায়ী হয়নি। তাঁকে আউট করেন ডসন।