ঢাকা: আসন্ন ভারত সফরের আগে দলের জোরে বোলারদের ফিটনেস নিয়ে চিন্তার কথা জানালেন বাংলাদেশের মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন। তিনি একইসঙ্গে বলেছেন, মুস্তাফিজুর রহমানকে ভারতে রওনা হওযার আগে জাতীয় ক্রিকেট লিগে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে।
মিনহাজুল পেসারদের ফিটনেস নিয়ে চিন্তিত। তবে পেসারদের মধ্যে মুস্তাফিজুরের পাশাপাশি তাসকিন আহমদ ও মহম্মদ সৈফুদ্দিন চোট সারিয়ে সেরে উঠছেন।
বাংলাদেশের মুখ্য নির্বাচক বলেছেন, সত্যি কথা বলতে কী, দলের পেসারদের নিয়ে চিন্তিত। কারণ এখনও বেশ কয়েকজনকে চোটের জন্য পাওয়া যাচ্ছে না। অনন্ত পাঁচ বোলার চোটগ্রস্তদের তালিকায় রয়েছে।
মিনহাজুল বলেছেন, আমাদের বোলারদের চোট নিয়ে সবসময়ই আলোচনা হয়। এখন আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটে যেভাবে ফিটনেসকে গুরুত্ব দিয়েছে, তাকে আমার মনে হয় আগামী দুই বছরের মধ্যে এর ফল পাওয়া যাবে।
চোট সেরে না ওঠায় মুস্তাফিজুর জাতীয় ক্রিকেট লিগের প্রথম পর্বে খেলতে পারেননি। মিনহাজুল বলেছেন, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াডে থাকতে গেলে মুস্তাফিজুরকে ফিটনেসের প্রমাণ দিতে হবে।
তিনটি টি ২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী মাসে ভারত সফরে আসবে বাংলাদেশ। টি ২০ সিরিজ শুরু হবে ৩ নভেম্বর। এরপর প্রথম টেস্ট ১৪ নভেম্বর ইন্দোরে এবং দ্বিতীয় টেস্ট কলকাতায় ২২ নভেম্বর শুরু হবে।