ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমতি দিলে পাকিস্তান সফরে যেতে তৈরি, জানিয়ে দিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাঁকে উদ্ধৃত করে আইসিসি জানিয়েছে, ‘যদি আমাদের যেতে হয়, তাহলে আমি যাচ্ছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে আমরা আলোচনা করতে পারি। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতে হবে। ক্রিকেট বোর্ডই পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
এ মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তিনটি টি-২০ ও দু’টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে দু’দলের। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, পাকিস্তানে নিরাপত্তার বিষয়ে সংশয় থাকায় টেস্ট সিরিজ অনিশ্চিত। কোনও নিরপেক্ষ দেশে টেস্ট সিরিজ হলে তাঁদের আপত্তি নেই। যদিও নিজেদের দেশেই টেস্ট সিরিজ আয়োজন করতে চায় পিসিবি। এ বিষয়ে এখনও কোনও সমাধানসূত্র মেলেনি।
বিসিবি অনুমতি দিলে পাকিস্তান সফরে যেতে তৈরি, জানালেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2020 06:29 PM (IST)
এ মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -