লন্ডন: শুক্রবারের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে চাপে থাকবে সরফরাজ আহমেদের দল। এমনটাই মনে করছেন বাংলা কোচ স্টিভ রোডস। আগামীকাল, লর্ডসে লিগ-পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। খাতায়-কলমে এখনও প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি পাকিস্তান। কিন্তু, সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশের বিরুদ্ধে ৩১১ রানে ব্যবধানে জয় হাসিল করতে হবে পাকিস্তানকে। অন্যদিকে, বাংলাদেশ প্রথমে ব্যাট করলে, খেলা শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান। রোডস বলেন, দেশে ১৭ কোটি মানুষ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের জয় দেখতে চাইছে। সেই চাপ রয়েছে। কিন্তু, আমাদের থেকে বেশি চাপে রয়েছে পাকিস্তান। কারণ, তাদের যোগ্যতা অর্জনের সমীকরণ নিয়ে খেলতে হচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ।
রোডস বলেন, দুই দলই একে অপরকে হারাতে চাইবে। তবে, পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরতে পারলে ভাল লাগবে। আমাদের মনে হবে, সেমিতে পৌঁছতে না পারলেও বিশ্বকাপ খারাপ যায়নি। কোচের মতে, বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ ভীষণই উত্তেজক হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে ম্যাচগুলি শেষ পর্যন্ত উত্তেজনায় পরিপূর্ণ ছিল। হারলেও, এই দুই ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তিনি যোগ করেন, আমরা সেমিফাইনালে পৌঁছতে পারিনি। এর জন্য হতাশ। তবে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ অনুভূতি হয়েছে।