মীরপুর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন তামিম ইকবাল (Tamim Iqbal)? শুধু তিনি একাই নন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অন্যতম তিন মুখ। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপই হয়তো হতে চলেছে তাঁদের শেষ টুর্নামেন্ট।


বাংলাদেশ ক্রিকেটের (Bangladesh Cricket Team) ইতিহাসে সফলতম 'পঞ্চপাণ্ডবের' মধ্যে মাশরাফি বিন মোর্তাজা ইতিমধ্যেই অবসর নিয়েছেন। টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মুশফিকুর রহিম, শাকিব আল হাসান ও তামিম ইকবাল এখনও খেলে যাচ্ছেন। মাশরাফি বাদ বাকি যে চারজন বর্তমানে সাদা বলের ফর্ম্যাটে দলে রয়েছেন, ২০২৩ সালের বিশ্বকাপটাই তাঁদের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে মনে করছেন ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল।


তিনি বলেছেন, ‘খুব সম্ভবত ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য । যাদের এটিই শেষ বিশ্বকাপ বলে আমার মত । তাই আমরা সম্ভাব্য সেরা দল ও কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি ।’


দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ১০৯ রান তাড়া করে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ৬২ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন তামিম । নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট তামিম । তিনি বলেছেন ‘টেস্টে আমি যত রানই করেছি, ভালো খেলছিলাম । কিন্তু বড় ইনিংস খেলতে পারিনি । এখন ওয়ান ডে-তে খুব স্বাভাবিকভাবেই এগিয়েছি । রান করতে পেরে বেশ ভালো লাগছে।'


তামিমের নেতৃত্বে বিদেশের মাটিতে নিজেদের শেষ তিনটি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তাদের শেষ ৭টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজের ৬টিতেই তারা জয় পেয়েছে । যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা ।


আরও পড়ুন: সাইনার এক যুগ আগের রেকর্ড স্পর্শ করার সুযোগ সিন্ধুর সামনে, প্রার্থনা শুরু ভক্তদের